বাউফলে পানের বরজে ৫ শতাধিক চাষীর জীবিকা নির্বাহ

বাউফলে পানের বরজে ৫ শতাধিক চাষীর জীবিকা নির্বাহ

সাইফুল ইসলাম, বরিশাল লাইভ: পটুয়াখালীর বাউফলে পানের বরজ গড়ে জীবিকা নির্বাহ করছে ৫ শতাধিক চাষী। বিলবিলাস ও মদুনপুরা সহ উপজেলায় ৫০ হাজার পানের বরজ রয়েছে। রয়েছে ৪৩৫ টি পানের দোকান।  সরেজমিনচিত্রে বিলবিলাস বন্দরে দেখা গেছে, উপজেলার সদর পশ্চিম পাশে বিলবিলাস বাজার। সপ্তাহে শনিবার ও বুধবার হাট বসে। কিন্তু পানের মোকাম প্রতিদিন খোলা থাকে। মদনপুরা ও বিলবিলাস গ্রামের দেড় শতাধিক পান উৎপাদনকারী পান উৎপাদন করে থাকে। বন্দরে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত  পানের মোকাম চলে। প্রতিদিন গড়ে ২শ পান চাষীর প্রায় ২ লক্ষাধিক টাকা বেচা কেনা হয়।
 খোজ নিয়ে জানা গেছে, জৈষ্ট আষাঢ় মাসে পানের উৎপাদন কম থাকে। তাই পাইকারী ধরে রাখার জন্য অন্য জেলা থেকে পান আমদানী করা হয়। অগ্রহায়ন পোশ মাসে মাঘ-চৈত্র মাসে পানের উৎপাদন বেশি থাকে অন্য জেলায় পান রপ্তানি করা হয়। পানের বরজ করার উদ্দেশ্যে নির্ধারিত জায়গার ভিটা চইট্যা আকা বাকা সমতল করা মাটি কুচি কান্দি বানানো হয়। পানের চারা লাগানোর ৭/৮ মাসের মধ্যে পান পাওয়া যায়। ডিসেম্বর/জানুয়ারী মাসে পানের বরজ তৈরি কাজ শুরু হয়। জুন  হইতে সেপ্টেম্বর মাস পর্যন্ত পান উৎপাদনের ভরা মৌসুম।